ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে শুরু হয়েছে ফ্যাশন ও ওয়েডিং কার্নিভ্যাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
রাজধানীতে শুরু হয়েছে ফ্যাশন ও ওয়েডিং কার্নিভ্যাল

গুলশানের-১ এর ইমানুয়েল ব্যাঙ্কুয়েট হলে বৃহস্পতিবার (নভেম্বর ১০) থেকে শুরু হয়েছে অষ্টম বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল ও বাংলাদেশ ওয়েডিং কার্নিভ্যাল।

ঢাকা: গুলশানের-১ এর ইমানুয়েল ব্যাঙ্কুয়েট হলে বৃহস্পতিবার (নভেম্বর ১০) থেকে শুরু হয়েছে অষ্টম বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল ও বাংলাদেশ ওয়েডিং কার্নিভ্যাল।

মেলা দু’টিতে ব্র্যান্ডেড পোশাক, গয়না, প্রসাধনী, ব্রাইডাল ড্রেস, ফ্যাশন পণ্য ও সংশ্লিষ্ট সেবা প্রদানকারী ৪০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

১৩ই নভেম্বর পর্যন্ত মেলাটি সকল দর্শনার্থীর জন্য খোলা থাকবে।

'আপনার শীত ও বিয়ের কেনাকাটা করুন আমাদের সাথে' এই স্লোগানে প্রদর্শনীটির আয়োজন করেছে রেডকার্পেট লিমিটেড।

মেলায় বিভিন্ন ডিজাইনের শাড়ী, ড্রেস, লন, ফ্যাশান প্রোডাক্টস, কসমেটিক্স,গহনা, চাদর, বেডকভারসহ আরও অন্যান্য আইটেম প্রদর্শন করা হচ্ছে।

দর্শনার্থীদের জন্য মেলাটি ১০ থেকে ১৩ নভেম্বর সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে https://www.facebook.com/BdFashionCarnival এ লগইন করে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।