ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা 

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ১৯১টি শাখাকে ১০টি গ্রুপে ভাগ করে দেশের ১০টি এলাকায় একই সঙ্গে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ব্যাংকের ১৯১টি শাখাকে ১০টি গ্রুপে ভাগ করে দেশের ১০টি এলাকায় একই সঙ্গে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (১২ নভেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী মোসতাক আহমেদ। সভায় উপস্থিত ছিলেন- ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফরিদ উদ্দিন আহমেদ।  

সভায় বক্তারা একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে শাখা প্রধানদের ২০১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদের গুণগত মান বজায় রাখা, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকদের গুণগত সেবা প্রদান, শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, নন-পারফর্মিং লোন শূন্যে নামিয়ে আনা ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ওএইচ/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।