ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব সংগ্রহে কর আইনজীবীদের ভূমিকা ব্যাপক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
রাজস্ব সংগ্রহে কর আইনজীবীদের ভূমিকা ব্যাপক

রাজস্ব সংগ্রহে কর আইনজীবীদের ভূমিকা ব্যাপক বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

ঢাকা: রাজস্ব সংগ্রহে কর আইনজীবীদের ভূমিকা ব্যাপক বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
মঙ্গলবার (২২ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।


 
নজিবুর রহমান বলেন, সরকারের সর্বোচ্চ রাজস্ব সংগ্রহকারী সংস্থা হিসেবে এনবিআর সব অংশীজনের সঙ্গে সুসর্ম্পক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া আমরা ‘আন্তরিক অংশীজন সম্পর্ক’ বির্নিমাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামী দিনগুলোতে কর আইনজীবীদের সঙ্গে এনবিআর’এর পেশাগত সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে।
 
সরকারের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করতে আয়কর আইনজীবীদের দায়িত্ব ব্যাপক মন্তব্য করে তিনি বলেন, সরকারের রাজস্ব সংগ্রহে আয়কর আইনজীবীগণ মুখ্য ভূমিকা পালন করে থাকেন। অর্থ আইনের মতো জটিল বিষয়কে সাধারণ করদাতাদের কাছে সহজবোধ্য করে সরকারের রাজস্ব ভাণ্ডারে অর্থ যোগানে কর আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
তিনি আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সরকারের রাজস্ব ভাণ্ডারকে আরও বেশি সমৃদ্ধ করতে আয়কর আইনজীবীরা নিরলসভাবে কাজ করে যাবেন- এ প্রত্যাশা করি। এছাড়া অফুরন্ত বিনিয়োগ ও উন্নয়ন সম্ভাবনার দেশ বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার অভীষ্ট লক্ষ্য অর্জনে প্রয়োজন কাঙ্ক্ষিত রাজস্ব।
 
সভায় বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।