ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের নতুন জিএম ইব্রাহিম ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
বাংলাদেশ ব্যাংকের নতুন জিএম ইব্রাহিম ভূঁইয়া

বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক (জিএম-জেনারেল ম্যানেজার) করা হয়েছে। ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে পদোন্নতি দিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক (জিএম-জেনারেল ম্যানেজার) করা হয়েছে।

ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে পদোন্নতি দিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

ইব্রাহিম ভূঁইয়া ১৯৫৭ সালে কিশোরগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেরিন বায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং সাফল্যের সঙ্গে ব্যাংকিং ডিপ্লোমা শেষ করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ব্যাংকিং ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এসই/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।