ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পরিবেশকদের আরও সুবিধা দেবে বসুন্ধরা গ্রুপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
পরিবেশকদের আরও সুবিধা দেবে বসুন্ধরা গ্রুপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বসুন্ধরা গ্রুপ আগামী বছরগুলোতে দ্বিগুণ হারে উন্নতমানের টিস্যু উৎপাদন করবে বলে জানিয়েছেন গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। 

কুমিল্লা: বসুন্ধরা গ্রুপ আগামী বছরগুলোতে দ্বিগুণ হারে উন্নতমানের টিস্যু উৎপাদন করবে বলে জানিয়েছেন গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।  

তিনি বলেছেন, ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে পরিবেশকদের আরও ভালো সুবিধা দেওয়া হবে।

এছাড়া ২০১৮ সালের মধ্যে নতুন কোয়ালিটি সম্পন্ন মেশিনে দ্বিগুণ হারে কোয়ালিটি টিস্যু উৎপাদন করবো, যাতে ক্রেতাদের চাহিদা পূরণ হয়।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা শহরের কুমিল্লা ক্লাবে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের উদ্যোগে আয়োজিত পরিবেশক সম্মেলন-২০১৬’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা অঞ্চলের পরিবেশকদের নিয়ে এই আয়োজন।

পরিবেশকদের উদ্দেশে সাফওয়ান সোবহান বলেন, আমাদের সবগুলো পণ্যের প্রতি সমান নজর দিন। আপনাদের কমিশন যাতে সঠিকভাবে পান সেদিকে আমরা খেয়াল রাখবো।

‘আমরা করবো জয়’- এই স্লোগানে আয়োজিত সম্মেলনে কুমিল্লার আশপাশের ৬ জেলার পরিবেশকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হেড অব সেলস অ্যান্ড ব্র্যান্ড (টিস্যু, হাইজিন, এ-ফোর পেপার এবং এক্সারসাইজ বুক) মো. মাসুদুজ্জামান, বিপিএমএল-১-এর নির্বাহী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মাসুদুর রহমান ও বসুন্ধরা গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্সের মহাব্যবস্থাপক তৌফিক হাসান।

পরিবেশকদের মধ্যে পণ্যের ব্যবসায়িক বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেন, চাঁদপুর জেলার মতলব উপজেলার চেঙ্গারপাড়ের পরিবেশক জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের পরিবেশক মো. শরীফুল ইসলাম, চাটখিলের শাহাদাত হোসেন সাজিব, নোয়াখালী জেলার মাইজদির তাপস সাহা তপন, কুমিল্লার লাকসাম উপজেলার মোফাজ্জল হোসেন চৌধুরী, কুমিল্লার বিশ্বরোডের কমল, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার হাফেজ মোরশেদ সরকার ও কুমিল্লা সদরের আব্দুল হাই প্রমুখ।

প্রধান অতিথি মনোযোগ সহকারে পরিবেশকদের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।  

মো. মাসুদুজ্জামান তার বক্তব্যে বলেন, পরিবেশকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভাইস চেয়ারম্যানের সম্মতিতে আমরা প্রতিবছর ক্রমাগতভাবে পরিবেশকদের হজে পাঠাবো। পণ্যের ড্যামেজ পলিসি ৮০ শতাংশ কমে আসবে। পরিবেশকরা ড্যামেজ মাল কোম্পানির গাড়িতে ফেরত পাঠাবেন। এ জন্য অন্তত মাসে একবার আপনাদের এলাকায় কোম্পানির গাড়ি যাবে। এছাড়া বকেয়া অচিরেই সবাইকে দেওয়া হবে।  

নির্বাহী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মাসুদুর রহমান বলেন, আগামী বছরের ৮ মে বসুন্ধরা টিস্যু ১৮ বছরে পৌঁছাবে। এই টিস্যু এখন বাংলাদেশের এক নম্বর।  

বসুন্ধরা গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্সের মহাব্যবস্থাপক তৌফিক হাসান বলেন, বাংলাদেশের কয়েকটি ব্যবসাবান্ধব এলাকার মধ্যে কুমিল্লা অন্যতম। ব্যবসার ক্ষেত্রে কুমিল্লা ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তাই এখানে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে। পরিবেশকদের আমরা অনুরোধ করবো ২০১৭ সালকে রোল মডেল হিসেবে ধরে নিজ নিজ এলাকায় পণ্যের ঘাটতিগুলো পূরণ করে এগিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
পিসি/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।