ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ই-টিআইএন নিবন্ধন ছাড়ালো ২৫ লাখ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ই-টিআইএন নিবন্ধন ছাড়ালো ২৫ লাখ 

ই-টিআইএন (ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন) নিবন্ধন সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) এ নিবন্ধন সংখ্যা ২৫ লাখ ছাড়ায় বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে। 

ঢাকা: ই-টিআইএন (ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন) নিবন্ধন সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে।  বুধবার (০৭ ডিসেম্বর) এ নিবন্ধন সংখ্যা ২৫ লাখ ছাড়ায় বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

 

সম্প্রতি অর্থমন্ত্রী বলেছিলেন, চলতি অর্থবছর করদাতা ই-টিআইএন’র সংখ্যা ছাড়াবে। রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান আয়কর দিবসে ২৫ লাখ ই-টিআইএন ছাড়ার আভাস দেন।

এনবিআর’র হিসাব অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত ২৫ লাখ ৩৫৮ জন করদাতা ই-টিআইএন নিবন্ধন করেন। এর মধ্যে চলতি বছরের ১ জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৫ লাখ ২১ হাজার ৩৮৩টি ই-টিআইএন নিবন্ধন হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।