ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দ্বিতীয় ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
দ্বিতীয় ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ শুরু

সেকেন্ড সেশন অব ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ শুরু হয়েছে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও ইইউ বিজনেস কাউন্সিল’র উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা: সেকেন্ড সেশন অব ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ শুরু হয়েছে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও ইইউ বিজনেস কাউন্সিল’র উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

সংলাপে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশের রাষ্ট্রদূত পিয়েরে মায়াউদুন। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়নের ৯টি দেশের রাষ্ট্রদূত, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৪টি বিজনেস ফোরামের নেতা ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা অংশ নিয়েছেন।  

সংলাপের স্বাগত বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সব বাধা বিপত্তি অতিক্রম করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে। গত অর্থবছরে আমরা ৩৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছি। চলতি বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ বিলিয়ন ডলার। ২০২১ সালে ‍আমরা ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই।

রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনতে আমরা ৭টি সেক্টরকে অগ্রাধিকার ভিত্তিতে নগদ সহায়তা দিচ্ছি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এর প্রথমেই রয়েছে তথ্যপ্রযুক্তি খাত। এছাড়া ফার্মাসিউটিক্যাল, চামড়া, পাট, কৃষিভিত্তিক শিল্প উল্লেখযোগ্যভাবে গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, ইইউ চাইলে এসব শিল্পে বিনিয়োগ করতে পারে। আমরা এরইমধ্যে একশ’টি বিশেষায়িত অর্থনৈতিক জোন করার সিদ্ধান্ত নিয়েছি। যার একুশটির কাজ এরইমধ্যে শুরু হয়েছে। আমাদের এসব কার্যক্রমের কারণে বিশ্বব্যাংক সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছে।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।