ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজয় উদযাপনে রেডিসন ব্লু চিটাগং’র বিশেষ ছাড়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বিজয় উদযাপনে রেডিসন ব্লু চিটাগং’র বিশেষ ছাড় ছবি: প্রতীকী

আগামী ১৬ ডিসেম্বর ৪৫তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডিনার বুফেটে বিশেষ ছাড় ঘোষণা করেছে পাঁচতারা হোটেল 'রেডিসন ব্লু চিটাগং বে ভিউ।

ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর ৪৫তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডিনার বুফেটে বিশেষ ছাড় ঘোষণা করেছে পাঁচতারা হোটেল 'রেডিসন ব্লু চিটাগং বে ভিউ’।

বুধবার (১৪ ডিসেম্বর) হোটেল কর্তৃপক্ষের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিজয় দিবস উদযাপনে ডিনার বুফেটে ভোজন রসিকদের জন্য ১৬ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ওইদিন এ ছাড় কার্যকর থাকবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। ছয় বছরের কম বয়সীদের জন্য থাকছে ফ্রি খাবার সুযোগ। আর ৭ থেকে ১২ বছর বয়সীদের জন্য থাকবে আরও ৫০ শতাংশ ছাড়।

সুযোগটি লুফে নিতে ভোজন রসিকদের সাদরে আহ্বান জানিয়েছে রেডিসন ব্লু চিটাগং। আর এ জন্য যোগাযোগ করা যেতে পারে- 88 031 619855 নম্বরে অথবা এই ই-মেইলে: reservation.ctg@radisson.com।

এদিকে, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সুস্বাদু বাহারি খাবারের সঙ্গে রয়েছে বিভিন্ন অফার। যোগাযোগ: 88 0619800 অথবা ই-মেইল: restaurant.booking@radisson.com।

এছাড়া, নতুন বছর ২০১৭ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে থাকছে জনপ্রিয় সংগীত শিল্পী অন্তরা মিত্রের সঙ্গে লাইভ ব্যান্ড মিউজিক উপভোগের সুযোগ। থাকবে মিরাক্কেলখ্যাত কৌতুক শিল্পী আবু হেনা রনির কৌতুকাভিনয়, লটারির ড্র, ডিনার এবং ডিজে সোনিকার সঙ্গে রাতভর মন মাতানো ডান্সের সুযোগ। আগে-ভাগে বুকিং দিতে যোগাযোগ করা যেতে পারে- 88 0619800 এই নম্বরে অথবা এই ই-মেইলে: reservation.ctg@radisson.com।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।