ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গফরগাঁওয়ে অগ্রণী ব্যাংক থেকে টাকা চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
গফরগাঁওয়ে অগ্রণী ব্যাংক থেকে টাকা চুরি

ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্রণী ব্যাংকের শাখা থেকে এক গ্রাহকের আট হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবক। রোববার (১৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ব্যাংকের ক্যাশ কাউন্টারে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্রণী ব্যাংকের শাখা থেকে এক গ্রাহকের আট হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবক।

রোববার (১৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ব্যাংকের ক্যাশ কাউন্টারে এ ঘটনা ঘটে।

গফরগাঁও ইউনিয়নের দুগাছিয়া গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, মালয়েশিয়া থেকে তার ছেলের পাঠানো ৬০ হাজার টাকা অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখা থেকে উত্তোলন করে ক্যাশ কাউন্টারের পাশে গণনার সময় অজ্ঞাত পরিচয় এক যুবক তার পকেট থেকে আট হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

চুরির ঘটনাটি দ্রুত ব্যাংক ব্যবস্থাপকে জানানো হয়েছে।

ব্যাংক ব্যবস্থাপক রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমএএএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।