ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলায় চলছে স্টল সাজানোর কাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বাণিজ্য মেলায় চলছে স্টল সাজানোর কাজ বাণিজ্য মেলায় স্টল সাজানোর কাজ চলছে। ছবি: সুমন শেখ

ঢাকা: প্রধনমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭। এবারের মেলায় বরাবরের মতো ৫৮০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

বেশির ভাগ স্টল তাদের নিত্যনতুন পণ্যের পসরা নিয়ে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন। তবে, এখনও বিদেশি প্যাভিলিয়নসহ বেশকিছু স্টল তাদের কাজ গুছিয়ে উঠতে পারেনি।

 

বাণিজ্য মেলায় স্টল সাজানোর কাজ চলছেরোববার (০১ জানুয়ারি) বাণিজ্য মেলার মাঠে গিয়ে দেখা যায়, পাকিস্তানি পণ্যের প্যাভিলিয়ন এফপি-০৭, তুরকিস প্যাভিলিয়ন এফপি-০৯, ভারতীয় পণ্যের প্যাভিলিয়ন এফপি এফপি-১১ ও এফপি-১০ এর কাজ চলছে। অন্যদিকে, ইগলু আইসক্রিমের স্টল, লাভা মোবাইল ফোনের স্টলসহ বেশ কিছু স্টলে চলছে সাজগোজের কাজ।  

বাণিজ্য মেলায় স্টল সাজানোর কাজ চলছেঅনেকেই টেবিল, চেয়ার নিয়ে বসার জায়গা ঠিক করছে, কেউবা আবার ছাউনি দিতে ব্যস্ত, অনেকে দোকানের চারদিকে বেড়া দিচ্ছেন।

উদ্বোধন করা হলেও বাণিজ্য মেলার ভেতরের সার্স রোডগুলো এখনও অপ্রস্তুত। মেলার ভেতরের রাস্তা দিয়ে হাঁটার পথে বিভিন্ন স্টলের আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।  

এবার ৫৮০টি স্টলের মধ্যে প্রায় ২০টির মতো বিদেশি স্টল রয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মেলা পরিচালনা কমিটির সচিব আব্দুল মজিদ। তিনি বাংলানিউজকে বলেন, আমাদের সব স্টল প্রস্তুত হতে আরও দুই তিনদিন সময় লেগে যাবে।  

বাণিজ্য মেলায় স্টল সাজানোর কাজ চলছেমেলায় প্রবেশ মূল্য গত বারের মতো এবারও বড়দের ৩০ টাকা আর ছোটদের ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে চলবে রাত ১০টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।