ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে রিগ্যাল অ্যাম্পোরিয়াম’র চতুর্থ আউটলেট চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
চট্টগ্রামে রিগ্যাল অ্যাম্পোরিয়াম’র চতুর্থ আউটলেট চালু

ঢাকা: বাড়ি ও অফিস সাজানোর ফার্নিচারসহ নানা পণ্য ক্রেতাদের দোরগোড়ায় নিয়ে যেতে বন্দরনগরী চট্টগ্রামে রিগ্যাল অ্যাম্পোরিয়ামের চতুর্থ আউটলেট চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে আউটলেটটি উদ্বোধন করেন বলে জানানো হয়।

নতুন আউটলেটটি রিগ্যাল খাট, ওয়্যারড্রব, ডাইনিং টেবিল, ইজি চেয়ার, সোফাসেট, সেন্টার টেবিল, পোর্টেবল কিচেন কেবিনেটসহ আরএফএল’র প্লাস্টিক পণ্য ও ইলেট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স দিয়ে সাজানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিগ্যাল অ্যাম্পোরিয়ামের সেলস্ ইনচার্জ আলী এ মুবিন ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রিগ্যাল অ্যাম্পোরিয়ামের ২৯টি আউটিলেট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।