ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেন্টাইল ব্যাংকের এএমডিকে বিদায় সংবর্ধনা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
মার্কেন্টাইল ব্যাংকের এএমডিকে বিদায় সংবর্ধনা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনিন্দ্র কুমার নাথকে বিদায় সংবর্ধনা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মনিন্দ্র কুমার নাথের অবসর নেওয়া উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসান, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও একেএম সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলম, পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন), এম. আমানউল্লাহ, মো. আব্দুল হান্নান, মোরশেদ আলম এমপি, মোশাররফ হোসেন, ড. মো. রহমত উল্লাহ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  কাজী মসিহুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম, মতিউল হাসান ও জিডব্লিউএম মোর্তজাসহ ব্যাংকের ঊধর্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এসই/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।