ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রকাশিত প্রতিবেদন বিষয়ে বিআইপিডির বক্তব্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
প্রকাশিত প্রতিবেদন বিষয়ে বিআইপিডির বক্তব্য

ঢাকা: গত ১৪ ও ১৫ ডিসেম্বর বাংলানিউজে প্রকাশিত তিনটি প্রতিবেদন এর বিষয়ে নিজেদের বক্তব্য দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)। তাদের দাবি, ‘বিআইপিডির সেমিনারে আইডিআরএ’র অসন্তোষ’ শীর্ষক প্রতিবেদনটি সত্যনিষ্ঠ নয়।

তাদের বক্তব্য, আইডিআরএ চেয়ারম্যান বিদেশে থাকায় সেমিনারে অংশ নিতে অপারগ ছিলেন। কিন্তু তার প্রতিনিধি হিসেবে আইডিআরএ সদস্য কুদ্দুস খান সেমিনারে অংশ নেন।

 

কোনো ব্যক্তির মত বা চিন্তাকে আইডিআর এর বক্তব্য হিসেবে উপস্থাপন সত্যের অপলাপ বলেও জানানো হয় মহাপরিচালক কেএম মোরতুজা আলী স্বাক্ষরিত প্রতিবাদ পত্রে। ফারইস্ট, প্রাইম ইসলামী লাইফ, প্রাইম জেনারেল ও নর্দান ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডারদের টাকা ইচ্ছামতো খরচ এবং প্রশিক্ষণ কর্মশালার নামে এজেন্টদের কাছ থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করা হয় ডাকযোগে পাঠানো বক্তব্যে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।