ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আফ্রো-এশিয়ান পল্লী উন্নয়ন সম্মেলন বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আফ্রো-এশিয়ান পল্লী উন্নয়ন সম্মেলন বৃহস্পতিবার

ঢাকা: আফ্রো-এশিয়ান রুৠাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এএআরডিও) এর ৬৮তম কার্যনির্বাহী সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)। 

ঢাকার ওয়েস্টিন হোটেলে তিন দিনের এ আর্ন্তজাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
 
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বিশেষ অতিথি হিসেবে এ বৈশ্বিক সম্মেলন উদ্বোধন করবেন।


 
৩১ দেশের এ সংস্থার ৬৭তম সম্মেলন ২০১৬ সালে সুদানে অনুষ্ঠিত হয়েছিল। এএআরডিও’র ৬২তম ঢাকা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।  
 
সংবাদ সম্মেলনে পল্লী উন্নয়ন সচিব প্রশান্ত কুমার কর্মকার বলেন, ৩১ দেশের এ সংস্থা এশিয়া ও আফ্রিকান অঞ্চলের দেশগুলোর পল্লী উন্নয়নের নানা পথ খুজেঁ বের করে এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে।
 
তিনি বলেন, সাউথ-সাউথ রিলেশন তৈরিতে এ সংস্থা ভূমিকা রাখছে। সংস্থাটি সদস্য দেশগুলোর পল্লী উন্নয়নের বিভিন্ন দিক, বর্তমান অবস্থা এবং ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায়ও কাজ করে।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।