ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন- ২০১৭ শনিবার (২১ জানুয়ারি)  ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে ব্যাংকের ১১৯টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসান।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও এ. কে. এম. সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পরিচালক - আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও এ.এস.এম. ফিরোজ আলম, উদ্যোক্তা মো. নাসিরউদ্দিন চৌধুরী, সম্মানিত শেয়ারহোল্ডার এম. এ খান বেলাল।

এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও জি.ডব্লিউ.এম মোর্তজাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে গত বছরে ব্যাংকের অর্জন এবং সার্বিক কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং ২০১৭ সালের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শাখা ব্যবস্থাপকদের দিক নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি: ২১, ২০১৭
এসই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।