ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক মতবিনিময় অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
সিলেটে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক মতবিনিময় অনুষ্ঠিত সিলেটে এলপি গ্যাসের পরিবেশকের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য রাখছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান

সিলেট: প্রত্যন্ত অঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাসের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে শনিবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে পরিবেশকদের সঙ্গে মতবিনিময় করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এলপি গ্যাস সিলিন্ডারের প্লান্ট স্থাপন করা হচ্ছে। ঢাকায় এই প্লান্ট এর কার্যক্রম শুরু হলে সিলেটের পরিবেশকদের পরিবহন খরচ সাশ্রয় হবে।

সিলেটের পরিবেশকদের আর মংলা থেকে গ্যাস সিলিন্ডার আনতে হবে না।  

সাফিয়াত সোবহান আরও বলেন, বসুন্ধরা এলপি গ্যাস নিরাপদ। কারণ তা ল্যাবরেটরিতে পরীক্ষার পর বাজারজাত করা হয়। এতে দুর্ঘটনার কোনো আশঙ্কা থাকে না। যে কারণে পরিবেশক ও গ্রাহকবান্ধব গ্যাস হিসেবে পরিচিত বসুন্ধরা এলপি গ্যাস।

বসুন্ধরার সাফল্যে সবার সহযোগিতা রয়েছে উল্লেখ করে সাফিয়াত সোবহান সকলকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাসের সহজপ্রাপ্তি নিশ্চিত করার ওপর জোর দেওয়ার তাগিদ দেন।

তিনি বলেন, বাজারে সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো। এতে নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম প্লান্ট স্থাপন করছে বসুন্ধরা এলপি গ্যাস। এর ফলে এক থেকে দেড় মাসের মধ্যে বাজারে সিলিন্ডারের কোনো সংকট থাকবে না। এ জন্য পরিবেশকদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন-মার্কেটিং এম.এম জসিম উদ্দীন বলেন, দেশে বসুন্ধরা এলপি গ্যাসের বার্ষিক উৎপাদন বাড়ছে। বর্তমানে বার্ষিক উৎপাদন ৪০ ভাগের বেশি। এ ছাড়া প্রতিমাসে সাড়ে ৩ লাখের বেশি এলপি গ্যাস সিলিন্ডার বাজারজাত হচ্ছে।

তিনি বলেন, বিপুল চাহিদার কথা মাথায় রেখে দেশীয়ভাবে সিলিন্ডার উৎপাদন করে সাশ্রয়ী মূল্যে যাতে গ্রাহকের হাতে তুলে দেওয়া যায়, সে লক্ষ্য নিয়ে ঢাকায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এলপি গ্যাস সিলিন্ডার তৈরির কারখানা নির্মাণ করছে বসুন্ধরা গ্রুপ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেড অব ডিভিশন-অ্যাকাউন্ট অ্যান্ড ফাইনান্স মাহবুব আলম, হেড অব ডিভিশন সেলস মীর টি. আই. ফারুক রিজভী, ডিজিএম অপারেশন অ্যান্ড প্লানিং জাকারিয়া জালাল, ভাইস চেয়ারম্যানের সচিব মো. শরীফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের বিভিন্ন পর্যায়ের পরিবেশকরা অংশ নেন এবং বিভিন্ন মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, এর আগে খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাটের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বসুন্ধরা এলপি গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় করেন।

পরিবেশকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সিলেটে বসুন্ধরা এলপি গ্যাসের ডিলারদের কয়েকটি শো-রুম পরিদর্শন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।