ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই’র নির্বাচনে সরাসরি ভোটের দাবি ব্যবসায়ীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এফবিসিসিআই’র নির্বাচনে সরাসরি ভোটের দাবি ব্যবসায়ীদের

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে সরাসরি ভোটের দাবি জানিয়েছেন এফবিসিসিআই রিফর্মস বাস্তবায়ন পরিষদ। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় ব্যবসায়ী নেতারা বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের অনেক দায়বদ্ধতা থাকে।

নির্বাচিত প্রতিনিধিরা ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরেন। তাই আমরা এফবিসিসিআই’র নির্বাচনে সব পদে ভোট চাই। আমরা কোনো সিন্ডিকেট চাই না।

তারা আরো বলেন, ২০০২ সালে এফবিসিসিআই’র সব ব্যবসায়ীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে কিছু সিন্ডিকেট। এখন পর্যন্ত ব্যবসায়ীরা তারই ফল ভোগ করছেন। আমরা সরকারকে বলতে চাই, কোনো সিন্ডিকেট না, সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, প্রথম সহ-সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করতে চাই।

তাছাড়া সিন্ডিকেটের মাধ্যমে যারা নির্বাচিত হন তারা ব্যবসায়ীদের সমস্যা সমাধান করতে কাজ করেন না। তারা নিজেদের ব্যবসার কথা চিন্তা করেন। তাদের আমাদের প্রয়োজন নেই। আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিকে বাছাই করতে চাই।  

এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে লিখিত আবেদন দেবেন বলেও জানান ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ওএফ/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।