ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সার্টিফিকেট অব মেরিট-২০১৭ পেলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
সার্টিফিকেট অব মেরিট-২০১৭ পেলেন যারা সার্টিফিকেট অব মেরিট-২০১৭ পেলেন যারা-ছবি: বাংলানিউজ

ঢাকা: সার্টিফিকেট অব মেরিট সম্মাননা পেলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ ১৩ কর্মকর্তা। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ উপলক্ষে কাস্টমসে বিশেষ অবদানের জন্যে তাদের এই সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রথমবারের মতো রাজস্ব অংশীজন সাতটি সংস্থাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের সেমিনারে এ সম্মাননা দেওয়া হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা প্রদান করেন।

সম্মাননা পাওয়া অপর ১২ কর্মকর্তা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (শুল্ক) এম ফখরুল ইসলাম, কমলাপুর যুগ্ম কমিশনার সফিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (শুল্ক) মিনহাজ উদ্দিন পাহলোয়ান, চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার চপল চাকমা, ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার শামিমা জেসমিন, ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক ইমাম গাজ্জালী, বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. নুরুল বাসির, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার শেগুফতা মাহজাবীন, ঢাকা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) সহকারী পরিচালক রেজাউল করিম, বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুন, খুলনা এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (কাস্টমস) হামিদুল হক (মরণোত্তর), ঢাকা বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) সহকারী রাজস্ব কর্মকর্তা বরুন রায়।

সম্মাননা পাওয়া সাতটি সংস্থা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব), বাংলাদেশ কোস্ট গার্ড, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ স্থলবন্দর কর্ত‍ৃপক্ষ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

সম্মাননা অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসজে/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।