ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোস্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
সোস্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সোস্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ঢাকা: গ্রাহকদের সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় সম্প্রতি একটি এটিএম বুথের উদ্বোধন করেছে। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান প্রধান অতিথি হিসেবে বুথটির উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে সোস্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্রাঞ্চেস কন্ট্রোল, জেনারেল ব্যাংকিং অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান মো. শফিকুল ইসলাম, বসুন্ধরা শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম চৌধুরীসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।