ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হুলুস্থূল মূল্যছাড়ে বাণিজ্য মেলায় আখেরি কেনাকাটা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
হুলুস্থূল মূল্যছাড়ে বাণিজ্য মেলায় আখেরি কেনাকাটা বাণিজ্যমেলায় প্রবেশ করছেন দর্শনার্থীরা;ছবি-কাশেম হারুন

ঢাকা: আর মাত্র তিন দিন। এরপরই পর্দা নামবে রাজধানীতে শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্যমেলার।
মেলার অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসার সাথে সাথে দর্শক-ক্রেতাদের হুলুস্থূল মূল্যছাড় দিতে দেখা গেছে মেলায় অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানকে।

ক্রেতা-বিক্রেতাদের কাছে ‘আখেরি অফার’ নামে পরিচিত এই মূল্যছাড়ের সুযোগে ব্যাপক কেনাকাটা করছেন দর্শনার্থীরা।

শনিবার (২৮ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার স্টল‍গুলো ঘুরে দেখা গেছে ছোটবড় সব স্টলগুলোতেই মূল্যছাড়ের হিড়িক।

আর ক্রেতারাও মূল্যছাড় পেয়ে আনন্দের সাথে কিনছেন তাদের পণ্য।

সাবিহা বেগম ২০ শতাংশ ছাড়ে ঘর সাজানোর সামগ্রী কিনেছেন। শুধু এবারই নয়, প্রতি বছরই অনেক কিছুই তিনি কিনে থাকেন মেলা থেকে।

খিলগাঁও থেকে এসেছেন শাহেদ দম্পতি। মেলামাইন সামগ্রী থেকে শুরু করে ফুড আইটেমসহ ১৫ হাজার টাকার কেনাকাটা করেছেন তারা।

শাহেদ বলেন, স্বাভাবিকভাবেই আমরা বাণিজ্যমেলায় কেনাকাটার প্রস্তুতি নিয়ে থাকি। দেশীয় পণ্য সব সময়ই কেনাকাটা করি তবে এবার মেলায় ভিন্ন ধরনের জিনিসপত্র নেয়ার চেষ্টা করেছি। আগামীতেও মেলায় আসার কথা জানালেন এই দম্পতি।

ইন্ডিয়ান প্যাভিলিয়নে ফুড প্রসেসের কয়েকটি পণ্য বিক্রির কথা বাংলানিউজকে জানিয়ে সুব্রত বলেন, আমাদের এই পণ্যটি গৃহিণীর কাজ সহজ করে দেবে। রান্নার কাজে আর কোন কাটাছোলার ঝামেলা নাই। খুব সহজেই সবজি রান্নার উপযোগী হবে।

ইরানি প্যাভিলিয়নে মশলার আইটেম সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান সেলসম্যান সুমন। এছাড়া চাদর, ওড়নাও কিনছেন ক্রেতারা।

মেলায় বিভিন্ন স্টলে ফুড আইটেমে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত মূল্যছাড় রয়েছে। এছাড়া ইলেকট্রনিক্স পণ্যে ১০ থেকে ২০ শতাংশ, হোম অ্যাপলায়েন্সে ১০ থেকে ৩৫ শতাংশ, পোশাকে ২০ থেকে ৩০ শতাংশ এবং ফুটওয়ারে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

*ছুটির দিনে ভিড় বাড়ছে বাণিজ্যমেলায় 

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।