ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের অমর একুশে কার্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
প্রাইম ব্যাংকের অমর একুশে কার্ড অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে যৌথভাবে বিশেষ সুবিধার এই প্রি-পেইড কার্ডটির উদ্বোধন করা হয়

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে ২১ শতাংশ ছাড়ে অমর একুশে কার্ড ছেড়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। এক হাজার টাকা ও দুই হাজার টাকা মূল্যের এই প্রি-পেইড কার্ডটি পাওয়া যাবে ব্যাংকের সকল শাখায়।

২১ শতাংশ ছাড়ে এক হাজার টাকার কার্ডটি পাওয়া যাবে ৭শ‘ ৯০ টাকায় ও দুই হাজার টাকার কার্ডটি পাওয়া যাবে ১ হাজার ৫শ’ ৮০ টাকায়। মেলা চলাকালে এই অফার চলবে।

২১ শতাংশ ছাড়ের প্রাইম ব্যাংকের এই প্রি-পেইড কার্ডটি পেতে কোনো ধরনের অ্যাকাউন্ট লাগবে না। এছাড়া প্রাইম ব্যাংকের সকল ক্রেডিট কার্ড হোল্ডারা বই কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাবেন।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে যৌথভাবে বিশেষ সুবিধার এই প্রি-পেইড কার্ডটির উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, সহ-সভাপতি মেছবাহউদ্দীন আহমদ, আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
এমএন/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।