ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রীয় চুক্তির আওতায় ফসফরিক এসিড বিক্রির প্রস্তাব জর্ডানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
রাষ্ট্রীয় চুক্তির আওতায় ফসফরিক এসিড বিক্রির প্রস্তাব জর্ডানের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে জর্ডানের বাণিজ্য জারুব কুদাহর বৈঠক

ঢাকা: বাংলাদেশের কাছে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ফসফরিক এসিড ও রক ফসফেট বিক্রির প্রস্তাব দিয়েছেন জর্ডানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী প্রকৌশলী জারুব কুদাহ। তিনি দু’দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষরের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) জর্ডান সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে প্রকৌশলী জারুব কুদাহ এ প্রস্তাব দেন। আম্মানে জারুব কুদাহর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় জর্ডানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগের বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা হয়।

বৈঠকে আমির হোসেন আমু জর্ডানের রক ফসফেট সারের গুণগতমানের প্রশংসা করে বলেন, উচ্চ গুণগতমানের কারণে বাংলাদেশে এ সারের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ প্রতিবছর জর্ডান থেকে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি রক ফসফেট আমদানি করছে। রাষ্ট্রীয় চুক্তির আওতায় জর্ডান থেকে রক ফসফেট আমদানির বিষয়ে বাংলাদেশও সম্মত রয়েছে।

তিনি এ লক্ষ্যে সফরকালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহের কথাও তুলে ধরেন।
 
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় দেড় লাখ জনশক্তি জর্ডানে কাজ করছে। এ জনশক্তি জর্ডানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশ থেকে আরও জনশক্তি আমদানির জন্য জর্ডানের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
 
বাংলাদেশ সময়: ১৮৫২ পিএম ঘন্টা
ওএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।