ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অপ্পো বাংলাদেশ লি. ও বাগডুম ডটকম এর অনলাইন চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
অপ্পো বাংলাদেশ লি. ও বাগডুম ডটকম এর অনলাইন চুক্তি অপ্পো ও বাগডুম ডটকমের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা: বিশ্বব্যাপী জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো, সম্প্রতি, অনলাইনে কেনাকাটার অন্যতম মাধ্যম, বাগডুম ডটকম এর সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে, ওপ্পো’র সকল মোবাইল ফোন এখন নিমিষেই অনলাইনে কেনা যাবে বাগডুম ডটকম এর ওয়েবসাইট থেকে।

রাজধানীর গুলশানে অবস্থিত, বাগডুম ডটকম এর হেড অফিসে অনুষ্ঠিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, অপ্পো বাংলাদেশ লিমিটেড এর হেড অব মার্কেটিং, ব্রুস লী, মার্কেটিং অপারেশন ইন-চার্জ, মো. ইফতেখার উদ্দিন সানি, হেড অব পিআর, মো. জাইদুল ইসলাম এবং বাগডুম ডটকম এর সিইও কামরুন আহমেদ, সিওও মনোয়ার হোসেন খান, সিএমও মিরাজুল হক সহ, দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে অপ্পো ও বাগডুম এই চুক্তিতে আবদ্ধ হয়।

অপ্পো বাংলাদেশ লিমিটেড এর হেড অব মার্কেটিং, ব্রুস লী, বলেন ‘অনলাইনের মাধ্যমে আমাদের ব্যবসা আরও বৃদ্ধি করার জন্য বাগডুম একটি দারুন প্ল্যাটফর্ম’।



বাগডুম ডটকম থেকে অনলাইনে অপ্পো ফোনের কিছু বিশেষ মডেল ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন অপ্পো এর সৌজন্যে, সেলফি স্টিক, হেডফোন এবং আরও দারুণ সব উপহার।

বাগডুম ডটকম, ২০১০ ইং এ শুরু হওয়া বাংলাদেশের প্রথম ই-কমার্স প্লাটফর্ম, এখনই ডটকম এর নতুন রূপে রি-ব্র্যান্ড হওয়া পরিচিতি। অনলাইন কেনাকাটার এই সাইটটি বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সব ব্র্যান্ডগুলোকে একটি ছাঁদের নিচে নিয়ে এসে ক্রেতাদের সামনে উপস্থাপন করছে, সারা বছর নানা রকম অফার দিয়ে। বাগডুম ক্রেতাদের সবচেয়ে ভাল পণ্যসামগ্রী সবচেয়ে কম দামে ও বিক্রেতাদের বড় পরিসরে নিজেদের ব্র্যান্ড ও নামকে তুলে ধরতে সাহায্য করছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।