ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো’রুম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
সিলেটে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো’রুম উদ্বোধন সিলেটে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো’রুম উদ্বোধন

সিলেট: বিশ্বমানের সেবা ও সুন্দর ডিজাইনের অলংকার ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সিলেটে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো.রুম উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর জিন্দাবাজার ওয়াহিদ ভিউ মার্কেটের দ্বিতীয় তলায় ডায়মন্ড ওয়ার্ডের শো’রুম উদ্বোধন করা হয়।

শো’রুমের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগারওয়াল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিলীপ আগারওয়াল সাংবাদিকদের বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের লক্ষ্য শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবসা নয়, আমাদের রয়েছে সামাজিক দায়বদ্ধতা। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের স্থায়ী শো’রুমের। আমরা ত‍াদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরে আনন্দিত।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধন পরবর্তী সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ঘুরে দেখেন অতিথিরা। এ সময় শোরুমে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা।

সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনের দিনে প্রথম ১শ’ জন ক্রেতা শর্তসাপেক্ষে পাবেন আকর্ষণীয় ডায়মন্ড উপহার। এছাড়া বিশ্বভালবাসা দিবস উপলক্ষ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শোরুমে ডায়মন্ড জুয়েলারির ওপর ৩০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।

বাড়তি আকর্ষণ হিসেবে প্রতিদিন প্রতিটি শোরুমে প্রথম কাস্টমারকে শর্ত সাপেক্ষে তৎক্ষণিক ফ্রি ডায়মন্ড উপহার দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি শো’রুম থেকে বিজয়ী ভাগ্যবান দম্পতি নির্বাচিত করে ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে হেলিকপ্টার ভ্রমণ করানোসহ তাদেরকে নিয়ে থাকবে বিশেষ আয়োজন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এনইউ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।