ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উন্নত দেশ হতে প্রয়োজন বেসরকারি বিনিয়োগ: এডিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
উন্নত দেশ হতে প্রয়োজন বেসরকারি বিনিয়োগ: এডিবি বক্তব্য রাখছেন সফররত এডিবি ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং; ছবি- দীপু মালাকার

ঢাকা: ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে মধ্য-আয়ের দেশে এবং ২০৪১ সালে একটি উন্নত দেশের কাতারে নিয়ে যেতে বেসরকারি বিনিয়োগ ইঞ্জিন হিসেবে কাজ করবে। তাই এ বিনিয়োগ টানতে বাংলাদেশকে জ্বালানি, অবকাঠামো ও যোগাযোগ খাতে বিশাল পরিবর্তন আনতে হবে।

সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ( অপারেশন-১) ওয়েনচাই ঝাং বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ০৯) আগারগাঁয়ে এডিবি'র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের আগামী ২৫ বছরের  এ যাত্রায় প্রতিটি পদক্ষেপে অর্থনৈতিক সহায়তা দিয়ে পাশে থাকবে এডিবি।

বিশেষ করে জ্বালানি, অবকাঠামো এবং বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের সঙ্গে আন্তঃদেশীয় যোগাযোগ চালু করতে সব ধরনের সহযোগিতা দেবে এডিবি।

আগামী ৫ বছরে বিভিন্ন উন্নয়নখাতে ৮ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি। তবে কয়লা ও নিউক্লিয়ার জ্বালানি খাতে তারা কোনো টাকা ছাড় দেবে না বলে জানিয়ে দেন এডিবির এ কর্মকর্তা।

সামনের বছর বাংলাদেশের প্রবৃদ্ধি কত শতাংশ হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে সকলেই অনুমান করতে পারে। তবে একেবারে কেউ বলতে পারে না কত শতাংশ প্রবৃদ্ধি হবে।

আমার জানা মতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে একেকজন একেক রকম অনুমান করেছে। এটা খুবই আশাপ্রদ  বাংলাদেশ অনেক বছর ধরেই ৬ থেকে ৭ শতাংশের উপরে প্রবৃদ্ধি অর্জন করছে। তবে এখনও অনেক পথ এগুতে হবে। বাংলাদেশ নিম্নআয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উর্ত্তীর্ণ হচ্ছে। তবে এ নিয়ে বিতর্ক রয়েছে । সরকার একটা লক্ষ্য নির্ধারণ করেছে ২০২১ সাল ও ২০৪১ সালকে সামনে রেখে। এ সময়ের মধ্যে উচ্চ প্রবৃ্দ্ধি ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ।  

এখনও উল্লেখযোগ্য বিনিয়োগ আসেনি যা খুবই দরকার, বিশেষ করে বেসরকারিখাতে। এটাই আগামীর উন্নয়নে চাবি, ইঞ্জিন। এখন ভাবতে হবে কীভাবে বিনিযোগ আসবে, জ্বালানি আসবে, যোগাযোগ ঠিক থাকবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, আজ সোনারগাঁও হোটেল থেকে এ সংবাদ সম্মেলনে আসতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। এ ধরণের যানজট কীভাবে সামলাবেন।

রেলওয়ে, বিমানবন্দর, সমুদ্রবন্দরসহ সব কিছুর অবকাঠামো ও পরিচালনার মধ্যেই রয়েছে উন্নতি। পরিশেষে বলতে পারি ৫ টি মূল বিষয় যেমন: প্রাইভেট সেক্টর, জ্বালানি, পরিবেশ রক্ষা, অবকাঠামো, কানেকটিভিটি এগুলোই পারে একটি দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৭
কেজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।