ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সাউথ বাংলা ব্যাংকের চুক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সাউথ বাংলা ব্যাংকের চুক্তি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সাউথ বাংলা ব্যাংকের চুক্তি অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ বিষয়ে চুক্তি করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এ চুক্তি সই করা হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস ও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এসবিএসি ব্যাংকের আইডি বিভাগের প্রধান ও এসইভিপি শফিউদ্দিন আহমেদ, এভিপি মো. মাজহারুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা।

এ চুক্তির ফলে টেক্সটাইল ও চামড়া রপ্তানিকারকরা সহজ শর্তে বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা পাবেন।

কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিকারকদের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে এ ফান্ড গঠন করেছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।