ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে স্ট্যাডি করছে এডিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে স্ট্যাডি করছে এডিবি বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে স্ট্যাডি করছে এডিবি- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  জলবিদ্যুৎ আমদানি ও  বিদ্যুৎকেন্দ্রের আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সংযোগিতা চায় বাংলাদেশ। অন্যদিকে জ্বালানিসহ শিল্প, পল্লী উন্নয়ন, যোগাযোগ ও আইসিটি খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে এডিবি।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে এডিবি’র ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং এর সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন,  ‘৬ থেকে ৭ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পেতে চাচ্ছি।

  এতে এডিবিকে পাশে পেতে চায় বাংলাদেশ’।
 
তিনি বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সময় ক্ষেপণ করে, তা কাম্য নয়। দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। প্রযুক্তি সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতা কামনা করেছি’।
 
বিদ্যুৎকেন্দ্রের আধুনিকায়ন, জলবিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, সোলার ও উইন্ড পাওয়ার, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সোলার পার্ক, উপ-আঞ্চলিক সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, এসপিএম, গ্যাস সঞ্চালন পাইপলাইন, পাইপলাইনে তেল সঞ্চালন, ব্লু -ইকোনমি, ইআরপি,স্ক্যাডা, এনএলডিসি, তাপি নিয়ে আলোচনা করা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে।
 
এডিবি’র ভাইস চেয়ারম্যান বাংলাদেশে গৃহীত প্রকল্পগুলোর ব্যাখ্যা করে বলেন, ‘প্রকল্পগুলো যথাসম্ভব কম সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে আরো সহযোগিতা করা যায়, সে বিষয়ে একটি স্ট্যাডি চলছে।   এডিবি জ্বালানিসহ শিল্প, পল্লী উন্নয়ন, যোগাযোগ ও আইসিটি খাতে সহযোগিতা অব্যাহত রাখবে। ক্যাপাসিটি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি বা রি-ফর্ম বিষয়ক সাপোর্ট লাগলে করা হবে’।

জ্বালানির বহুমুখী ব্যবহার ও বর্জ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকে স্বাগত জানিয়ে ইমিশন (কার্বনসহ অন্যান্য গ্যাস) নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
 
সাক্ষাৎকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উভয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এডিবি’র কান্ট্রি ডাইরেক্টর কাজুহিকু হিগোচি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।