ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্রেড ফেয়ারে দর্শনার্থীদের আকর্ষণ অলিম্পিকে

উর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ট্রেড ফেয়ারে দর্শনার্থীদের আকর্ষণ অলিম্পিকে ট্রেড ফেয়ারে অলিম্পিকের স্টল। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর সোনারগাঁয়ে চলমান ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে দর্শনার্থীদের আকৃষ্ট করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে মেলায় গিয়ে দর্শনার্থীদের এমন আকর্ষণ লক্ষ্য করা যায়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) হোটেল সোনারগাঁয়ে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার সন্ধ্যায় ৭টায় এ মেলা সমাপ্ত হবে।


মেলায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইভেন্ট অফিসার সৈয়দ নাজমুল আলম বাংলানিউজকে বলেন, আমরা মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতি মাসে ৭ টন ড্রাইকেক রফতানি করে থাকি। যা বছরে প্রায় ১শ’ টনের মতো দাবি করেন তিনি।     

তিনি বলেন, আমাদের পণ্যের গুণগত মান নিয়ে কখনো কেউ প্রশ্ন তুলতে পারেনি। আমাদের পণ্যের গুণগত মানের কারণেই মধ্যপ্রাচ্যে আমাদের প্রচুর পণ্য রফতানি হয়। এর মধ্যে ড্রাই কেকের চাহিদা বেশি।
অলিম্পিকের স্টলে দর্শনার্থীরা।

তিনি আরো বলেন, শুধু তাই নয় বছরে বর্তমানে বিশ্বের ২১টি দেশে ৮১ ধরনের অলিম্পিক পণ্য রফতানি হচ্ছে। এর মধ্যে বিস্কুট, ওয়েফার, ড্রাই কেকসহ আরো অনেক কিছু।

চলমান ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে অলিম্পিকের দুটি বিশেষ প্যাকেজ রয়েছে ক্রেতাদের জন্য। এর মধ্যে একটি প্যাকেজের মূল্য ৪শ টাকা ও অপরটির মূল্য ২শ’ টাকা। ৪শ’ টাকার প্যাকেজে রয়েছে ১৬টি পণ্য ও ২শ’ টাকার প্যাকেজটিতে রয়েছে ১০টি পণ্য।  

**ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে টাটায় ছাড় ৫০ হাজার

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ইউএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।