ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পর্দা নামছে প্লাস্টিক মেলায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
পর্দা নামছে প্লাস্টিক মেলায় শেষ হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। ছবি: দীপু মালাকার

বিআইসিসি, ঢাকা থেকে: শেষ হচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলা চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ১২তম ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ার-২০১৭’র সমাপ্তি ঘোষণা করবেন।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাক‍ার কথা রয়েছে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম, মেলার আয়োজক বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সাবেক সভাপতি এ এম এম কামাল উদ্দিন।

তবে মেলা চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

মেলার আয়োজক বিপিজিএমইএ এবং তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোং লি. জানায়, সমাপনী দিনে তিনটি ক্যাটাগরিতে মেলায় অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। এছাড়াও অন্যান্য কোম্পানিকে সনদ দেওয়া হবে।

মেলায় সাতটি হলে দেশি-বিদেশি ৪৫০টি স্টল রয়েছে। দেশীয় মোট ১৫টি ক্যাটাগরিতে প্লাস্টিক হাউজ আইটেমস, প্যাকেজিং ম্যাটারিয়েলস, প্লাস্টিক মাউল্ড, ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক ফার্নিচার, মেলামাইন, গার্মেন্টস এক্সেসোরিজ, পিপি ওভেন ব্যাগসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টলে পণ্য প্রদর্শন করছে।

চারদিনে প্লাস্টিক সামগ্রী ছাড়াও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সঙ্গে পরিচিত হয়েছেন দর্শনার্থীরা। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক পণ্য উৎপাদনকারী মেশিন ও ক্যাটালগ দেখেছেন দেশীয় উদ্যোক্তারা।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে বিপিজিএমইএ সভাপতি জসিম উদ্দিন জানান, আমরা চাই দেশের চাহিদা পূরণ করে আমর‍া বিদেশেও প্লাস্টিক রফতানি করবো। আগামী দিনে অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে দেশের প্লাস্টিক শিল্প।

গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মেলার উদ্বোধন করেন।

আরও পড়ুন
** প্লাস্টিক মেলায় নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন উদ্যোক্তারা
** এক মেশিনেই প্লাস্টিকের ‘এ টু জেড’ পণ্য
** প্লাস্টিক মেলায় ওয়াটার কুলিং টাওয়ার
** ব্যবসায়ী-উদ্যোক্তাদের আগমনে জমজমাট প্লাস্টিক মেলা
** পরিত্যক্ত পলিথিন থেকে ফের পলিথিন

** উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ হবে প্লাস্টিক মেলায়

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এএফ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।