ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা টিস্যুর বর্ণমালা চ্যালেঞ্জ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
বসুন্ধরা টিস্যুর বর্ণমালা চ্যালেঞ্জ বসুন্ধরা টিস্যুর বর্ণমালা চ্যালেঞ্জ ক্যাম্পেইন, ছবি: শাকিল

ঢাকা: ‘বলবো বর্ণমালা, শুনবে বিশ্ব’ থিমকে সঙ্গে নিয়ে শুরু হলো বসুন্ধরা টিস্যুর বর্ণমালা চ্যালেঞ্জ ক্যাম্পেইন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বসুন্ধরা ইন্ড্রাস্টিয়াল হেডকোয়ার্টার-২ এ ক্যম্পেইনের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মুস্তাফিজুর রহমান।

এ ক্যম্পেইনের মাধ্যমে যে কেউ মাত্র ১৫ সেকেন্ডে বাংলা ব্যাঞ্জণবর্ণগুলো মুখস্থ বলবে এবং ভিডিও করে ফেসবুকে আপলোড করে অন্য আরেকজনকে চ্যালেঞ্জটি গ্রহণ করতে বলবেন।

মুস্তাফিজুর রহমান বলেন, চলতি ফেব্রুয়ারি মাসে আমরা ভাষা চর্চার ওপর জোর দিয়েছি। সবাই মিলে এই চেষ্টা করবো। এই চ্যালেঞ্জের মাধ্যমে বাংলা ভাষাকে চর্চার একটা পুনরাবৃত্তি হবে।

তিনি বলেন, দেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ক্যম্পেইনের উদ্যেগ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) তৌফিকুল হাসান এবং ক্যম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান মুক্তাদির।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।