ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতের শেয়ার বাজার বিষয়ক সেমিনারে মতিন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
ভারতের শেয়ার বাজার বিষয়ক সেমিনারে মতিন বক্তব্য রাখেছেন ওয়ালি-উল মারূফ মতিন।

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মসলিন ক্যাপিটাল লিমিটেডের কো-ফাউন্ডার ওয়ালি-উল মারূফ মতিন ভারতে শেয়ার বাজার বিষয়ক একটি সেমিনারে অংশ নিয়েছেন।

সম্প্রতি ভারতের ইনস্টিটিউট অব ডিরেক্টরস ‘গ্লোবাল কনভেনশন অন করপোরেট ইথিকস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রেজেন্টেশন অব গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডস অন করপোরেট ইথিকস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি সেশনে বক্তব্য রাখেন মতিন।
 
এতে বিশ্বের বিভিন্ন দেশের ৩৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরাও এ কনভেনশনে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসই/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।