ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ার আরও ১৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
বগুড়ার আরও ১৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সান্তাহার, আদমদিঘী, বগুড়া থেকে: বগুড়ার বিভিন্ন উপজেলার আরও ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আদমদিঘী উপজেলার সান্তাহারে ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সুবিধার প্রথম খাদ্যগুদামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সান্তাহার স্টেডিয়ামে স্থানীয় আওয়‍ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চের পাশে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ওই ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পগুলো হলো- নন্দীগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন, সোনাতলা উপজেলার বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, গাবতলী উপজেলার মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, বগুড়ার শাজাহানপুর থানা ভবন, শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ হাইস্কুলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সোনাতলা উপজেলার সিচারপাড়া-৩ গুচ্ছগ্রাম প্রকল্প, শাজাহানপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গাবতলী উপজেলার খৈলসাকুড়ি ব্রিজ, জয়ভোগা ব্রিজ, সারিয়াকান্দি উপজেলার হাট ফুলবাড়ী ব্রিজ, কৃষি পণ্য বাজারজাতকরণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় সোনাতলা উপজেলার ১০ কিলোমিটার ও সারিয়াকান্দি উপজেলার ১০ কিলোমিটার রাস্তা এবং বগুড়া প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এ প্রকল্পগুলো উদ্বোধনের পর প্রধানমন্ত্রী যোগ দেন আয়োজিত জনসভায়। এখানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করবেন।

জনসভা শেষ করেই বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন জাতীয় সংসদ অধিবেশনে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমইউএম/এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।