ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নির্বিঘ্ন অর্থনীতির জন্য বর্ডার খুলে দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
নির্বিঘ্ন অর্থনীতির জন্য বর্ডার খুলে দিতে হবে 'ক্রস বর্ডার বিজনেস ডায়লগ' শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী/ছবি: রানা

ঢাকা: বহুমাত্রিক অর্থনীতির সুবিধা নিতে হলে বাংলাদেশকে ত্রিমাত্রিক যোগাযোগে আরও উদার হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (০৩ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) আয়োজিত 'ক্রস বর্ডার বিজনেস ডায়লগ' শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন।

এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেড আয়োজিত (Exponet Exhibition) তিনদিনব্যাপী অষ্টম বিডি এক্সপো অ্যান্ড ডায়লগ-২০১৭ এর দ্বিতীয় দিনের আয়োজন চলছে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চাইলে ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। সে ক্ষেত্রে কোনো ধরনের অপরাজনীতি না করে বাংলাদেশের স্থল, আকাশ ও নৌ পথকে খুলে দিতে হবে। আমরা যদি প্রতিবেশি এ দুই অর্থনীতি শক্তির কাছ থেকে সুবিধা নিতে চাই তাহলে বর্ডার খুলতে হবে, না হলে বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে যেতে পারবো না।

এ সময় তিনি চীনের দিকে ইঙ্গিত করে বলেন, অতীতকে ভুলে দুই দেশের উন্নয়ন জন্য অর্থনীতিবান্ধব একটি পররাষ্ট্রনীতি করতে হবে। দ্বিপক্ষীয় সমস্যাগুলো এখন ফ্রিজে রেখে অর্থনীতির উন্নয়নের জন্য আমাদের এগোতে হবে।

আগামী দিনগুলোতে জ্বালানির নিরপত্তার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এক্ষেত্রে নবায়ণযোগ্য তথা সবুজ জ্বালানি খুব ভালো সমাধান হতে পারে। নবায়ণযোগ্য জ্বালানি তৈরি করতে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।

মতবিনিময় সভায় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, শেখ হাসিনা বহুমাত্রিক যোগাযোগের ক্ষেত্রে জোর দিয়েছেন। ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নীতিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ক্রস বর্ডার নীতি যদি বর্তমান সরকার সমর্থন দেয়, তাহলে দেশে ব্যাপক অর্থনীতি উন্নয়ন সম্ভব।

বিসিসিআই'র উপেদেষ্টা সালমান এফ রহমান বলেন, গত ৮ বছর আগে কেউ চিন্তা করেনি বাংলাদেশে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ এবং ৩৩ বিলিয়ন ইউএস ডলার রিজার্ভ থাকবে। সরকারের অর্থনীতিবান্ধব নীতির জন্যই এ গুলো সম্ভব হয়েছে।

মতবিনিময় সভায় বিসিসিসিআই'র সভাপতি গোলাম দস্তগীর গাজীর ( Golam Dastagir Gazi) সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই'র প্রথম সভাপতি সাইফুল ইসলাম মহিউদ্দিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আযাদ প্রমুখ।

এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেড আয়োজিত তিনদিন ব্যাপী এ এক্সপোতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সর্বমোট ২১৫ স্টল রয়েছে। সকাল ১০টা তেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এক্সপো খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২১০৭
এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।