ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারী দিবসে বার্গার কিং’র আয়োজন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
নারী দিবসে বার্গার কিং’র আয়োজন

ঢাকা: ওমেন্স ডে উপলক্ষে ৮ মার্চ চার অদম্য নারী ক্রীড়া তারকাকে নিয়ে বিশেষ আয়োজন করতে যাচ্ছে বার্গার কিং।

বুধবার (০৮ মার্চ) বেলা ১২টায় বার্গার কিং’র বনানী শাখায় (বাড়ি-১০৪, ব্লক-সি, রোড ১১) এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সাউথ এশিয়ান গেমস ২০১৬ সালের গোল্ড ম্যাডেলিস্ট সাঁতারু মাহফুজা খাতুন শিলা, বাংলাদেশের ২০১৪-১৬ সালের সামার অলিম্পিক-২০১৬ এর প্রতিনিধিত্বকারী স্প্রিন্টার ও দ্রুত মানবী শিরিন আকতার, গোল্ড ম্যাডেলিস্ট আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চার হিরা মনি ও এশিয়ান আন্ডার-১৪ টেনিস চ্যাম্পিয়নশিপ বিজয়ী টেনিস প্লেয়ার আফরানা ইসলাম প্রীতি।

এ চারজন অদম্য নারী ক্রীড়া তারকা অনুষ্ঠানে তাদের জীবনে উদ্যম ও সাহসিকতার জন্য কীভাবে খ্যাতি লাভ করেছেন, তারা কি করে নিজেদের আলাদা করে চিনতে শিখিয়েছেন, সেসব গল্প সবার সঙ্গে বিনিময় করবেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।