ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু শুক্রবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু শুক্রবার খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু শুক্রবার-ছবি:বাংলানিউজ

খুলনা: সেভেন রিংস সিমেন্ট ১৬তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে শুক্রবার (১০ মার্চ)।

মহানগরীর সার্কিট হাউজ মাঠে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মেলা চলবে মাসব্যাপী।

এবার মেলা পরিচালনার দায়িত্ব পেয়েছে মেসার্স চামেলী ট্রেডার্স।

ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মেলার উদ্বোধন করবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক।

মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চামেলী ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. রাসেল মিয়া বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বাংলানিউজকে বলেন, মেলায় ছোট-বড় মিলিয়ে দু’শোটি স্টল ও ১৬টি প্যাভিলিয়ন থাকবে। মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে ১৫ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু শুক্রবার-ছবি:বাংলানিউজতিনি আরও বলেন, মেলার নিরাপত্তা ব্যবস্থাকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এজন্য মেলার ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া মেলা প্রাঙ্গণে চারিদিকে বসানো হবে চারটি নিরাপত্তা চৌকি। পুলিশ-র‌্যাব ছাড়াও সাদা পোশাকে স্বেচ্ছাসেবকরা মেলার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। চীন, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ ছয়টি দেশের স্টল থাকবে মেলায়।

এছাড়া ফ্রি ওয়াইফাই ব্যবস্থা থাকবে মেলায়। মেয়েদের হাত সাজানোর জন্য কয়েকটি স্থানে মেহেদী উৎসবের ব্যবস্থা থাকবে। মেডিকেল ব্যবস্থায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হবে। মেলায় দর্শনার্থীদের আকৃষ্ট করতে সুদৃশ্য ডিজিটাল ফোয়ারা এবং শিশুদের বিভিন্ন আইটেমের খেলনাও রাখা হবে।

মো. রাসেল বলেন, এবার মেলায় বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে মাদার কেয়ার, পুরুষের পাশাপাশি নারীদের জন্য থাকছে নামাজের জায়গা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমআরএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।