ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দিনাজপুরে দাম বেড়েছে সবজি-খাসির মাংসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
দিনাজপুরে দাম বেড়েছে সবজি-খাসির মাংসের দিনাজপুরের সবজির বাজার

দিনাজপুর: দিনাজপুরে এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন রকম  সবজি ও খাসির মাংসের দাম বাড়লেও কমেছে মাছ, ব্রয়লার মুরগিসহ কিছু সবজির।

শুক্রবার (১০ মার্চ) সকালে দিনাজপুর শহরের বাজারগুলো ঘুরে এ তথ্য পাওয়া যায়।

যেসব সবজির দাম বেড়েছে তা হলো- প্রতি কেজি হিসেবে শিম ১৮ থেকে ২০ টাকা, বেগুন ১০ টাকা থেকে ১৫ টাকা, মরিচ ২৫ টাকা থেকে ৩০ টাকা, আলু ১০ টাকা থেকে ১৫ টাকা, মোটরশুটি ২৫ টাকা থেকে ৪০ টাকা, খাসির মাংস ৬৬০ টাকা থেকে ৬৮০ টাকা।

আমদানি বেশি হওয়ায় প্রতিটি মাছেই কেজি প্রতি গড়ে ২০-৬০ টাকা পর্যন্ত কম দরে বিক্রি হচ্ছে। এদিকে প্রতি কেজিতে কমেছে আদা-রসুন ৬০ থেকে ৫৫ টাকা, ঢেরস ৪৩ টাকা থেকে ৪০, করলা ৩৩ টাকা থেকে ২০ টাকা, টমেটো ১৫ টাকা থেকে ১৩ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫ থেকে ১৩০ টাকা। তবে একই অবস্থায় রয়েছে  দেশি মুরগি ও গরুর মাংসের দাম।

দিনাজপুরের মুরগির বাজারশহরের বাহাদুর বাজারে বাজার করতে আসা ঈদগাহ আবাসিক এলাকার মো. সাজু বাংলানিউজকে জানান, নিত্য প্রয়োজনীয় সবজি আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এছাড়া সবকিছুই ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। বাজার দর এমন থাকলে আমরা মধ্য শ্রেণীর মানুষরা মোটামুটি খেয়ে বাঁচবো।  

দিনাজপুর এনএ মার্কেটর মাছ ব্যবসায়ী মামুন জানান, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে মাছের আমদানি বেশি হয়েছে তাই দাম অনেক কম।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।