ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে কদর বাড়ছে ব্র্যান্ডের পোশাকের 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
বরিশালে কদর বাড়ছে ব্র্যান্ডের পোশাকের  শোরুমে পোশাক দেখছেন ক্রেতারা-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশালে ঈদের আগে পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন মার্কেটে। নির্ধারিত পোশাকের দোকানের পাশাপাশি তারা ভিড় করছেন ব্র্যান্ডের পোশাকের শোরুমগুলোতেও। নির্ধারিত পোশাকের দোকানের সঙ্গে পাল্লা দিয়ে এসব শোরুমে বিক্রি ভালো বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

গত কয়েকবছর ধরে বরিশালে নিয়মিত কোনো না কোনো ব্র্যান্ডের পোশাকের শো-রুমের দ্বার খোলা হচ্ছে। দিনে দিনে কদর বাড়ছে এসব ব্র্যান্ডের পোশাকের।

এরইমধ্যে বরিশালে রিচম্যান, ক্যাটস্ আই, ইজি, টেক্সমার্ট, স্মার্টেক্স, রেমন্ড, ব্যাঙ, হাইক, চন্দ্রবিন্দু, পারফেক্ট, প্রাইডসহ বেশকিছু প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।

বরিশালে প্রাইডের শোরুম অনেক আগে আসলেও ২০১১ সালে আগমন ঘটে পোশাকের ব্র্যান্ড ব্যাঙের। এরপর থেকে প্রতি বছর কোনো না কোনো ব্র্যান্ডের পোশাকের শোরুম যাত্রা শুরু করছে। শোরুমগুলোকে ঘিরে বরিশালের ঈদ বাজারের বিক্রির ধরনেও পরিবর্তন এসেছে।  

শোরুমে পোশাক দেখছেন ক্রেতারা-ছবি-বাংলানিউজনামকরা নির্ধারিত মূল্যের পোশাকের দোকানগুলো যেখানে মুখথুবড়ে পড়ছে সেখানে ব্র্যান্ডের পোশাকের বিক্রি ভালো বলেই জানালেন সংশ্লিষ্টরা।

ঈদ বাজার ঘুরে দেখা গেছে, নগরের চকবাজার, কাটপট্টি, ফজলুল হক এভিনিউয়ে পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। তবে নির্ধারিত পোশাকের দোকানের মধ্যে জেমিনিস, লাকি, পিটার ইংল্যান্ডসহ হাতেগোনা কয়েকটি দোকানে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ে।  

২০১৫ সালের জুন মাসে বরিশালে যাত্রা শুরু করে রিচম্যান। এই শোরুমের ম্যানেজার মেহেদী হাসান জানান, শুরু থেকে এখন পর‌্যন্ত তাদের শোরুমের বিক্রি ও ক্রেতা উপস্থিতি দিনে দিনে বাড়ছে। শুরু থেকে এখন অনেকটাই ভালো সময় কাটাচ্ছেন।  

শোরুমে পোশাক দেখছেন ক্রেতারা-ছবি-বাংলানিউজপাশাপাশি নতুন নতুন ব্র্যান্ডের পোশাকের শোরুম হওয়ায় এখন বরিশালের বাজারে প্রতিযোগিতাও শুরু হয়েছে।

তিনি জানান, এবারের ঈদে তারা যেমন বেশি ডিজাইনের পোশাক সরবরাহ করছেন, তেমনি ক্রেতাদের সংখ্যাও বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করা ক্যাটস আই শোরুমের ম্যানেজার সাইদুল জানান, শুরুর বছরে বিক্রি বেশ ভালো। সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে বলে আশা করেন তিনি।

ক্রেতারা জানান, আগে ব্র্যান্ডের পোশাকের জন্য ঢাকায় যেতে হতো। এখন বরিশালেই পাওয়া যাচ্ছে। কাপড়ের মান, নকশা ও মূল্যের ওপর জোর দিয়েই ব্র্যান্ড শোরুমগুলোর দিকে ঝুঁকছেন তারা।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।