ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৩-২৪ জুন শিল্পাঞ্চলে তফসিলি ব্যাংক খোলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭
২৩-২৪ জুন শিল্পাঞ্চলে তফসিলি ব্যাংক খোলা

ঢাকা: আগামী ২৩ (শুক্রবার) ও ২৪ জুন (শনিবার) শিল্প এলাকায় তফসিলি ব্যাংকের পোশক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্পের সংশ্লিষ্ট শাখাসমূহ আগামী শুক্রবার অর্ধদিবস (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) ও শনিবার পূর্ণদিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) ব্যাংক খোলা থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের ডিওএস সার্কুলার লেটার নম্বর-১৬’র মাধ্যমে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এক্ষেত্রে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নম্বর-২৭’র নির্দেশনা পরিপালন নিশ্চিত করার জন্যও বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের দৃষ্টি আকর্ষণ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জনু ২০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।