ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝিনাইদহ পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জুন ২১, ২০১৭
ঝিনাইদহ পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুরে ঝিনাইদহ ড. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষণা করা হয়।

পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন।

এসময় পৌর কাউন্সিলার, সমাজ সেবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাজেট সভায় পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সর্বমোট ৮৭ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার ২২৬ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে দেখানো হয়েছে ১৮ কোটি ৪ লাখ ৩৬ হাজার ৮১১ টাকা ও উন্নয়ন খাতে দেখানো হয়েছে ৬৯ কোটি ৯০ লাখ ৩০ হাজার ৪১৫ টাকা।

বাজেট অনুষ্ঠানে সঞ্চলনা করেন ঝিনাইদহ পৌর সভার সচিব মো. আজমল হোসেন। অনুষ্ঠান শেষে সর্বোচ্চ কর দাতাদের ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।