ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট আইন স্থগিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
ভ্যাট আইন স্থগিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: নতুন ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ।

শনিবার (০১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক হ্রাস ও প্রত্যাহার এবং ২০১৭-১৮ অর্থ বছরের শুরুর দিন থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করার কথা থাকলেও তা দুই বছরের জন্য স্থগিত করা প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে জনবান্ধব বাজেট পাস হওয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। নতুন অর্থবছরে দেশের বেসরকারিখাতে বিনিয়োগ বাড়বে ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে রূপকল্প ২০২১ বাস্তবায়নে দ্রুত গতিতে এগিয়ে যাবে দেশ বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই: ১, ২০১৭
এসই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।