ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে ফের প্রবাসী ও বিদেশি বিনিয়োগের ধুম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
পুঁজিবাজারে ফের প্রবাসী ও বিদেশি বিনিয়োগের ধুম

ঢাকা: ২০১০ সালে ধসের পর ফের পুঁজিবাজারে ঝুঁকছেন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা। প্রকৃত দামের চেয়ে কম দামে শেয়ার কিনতে পারায় গত তিনমাস বিদেশিরা ক্রমাগত শেয়ার কিনছেন। শুধু জুন মাসেই নতুন বিনিয়োগ প্রায় ৪শ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, সবশেষ জুন ম‍াসে প্রবাসী ও বিদেশিরা ৭শ ৩১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ২৪১ টাকার শেয়ার কিনেছেন।

বিপরীতে শেয়ার বিক্রি করেছেন ২৩৪ কোটি টাকার।

এর আগের মাস অর্থাৎ, মে মাসে তারা কিনেছেন ৫শ ২৫ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকার। তারও অ‍াগের মাসে কিনেছিলেন ৪শ ৬৮ কোটি ৮০ লাখ ৬ হাজার টাকার শেয়ার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিদেশির‍া সব সময় অ্যানালাইসিস করে যৌক্তিক মূল্যের চেয়ে যেসব শেয়ারের দাম কম সেগুলোতে বিনিয়োগ করছেন। আগামীতে পুঁজিবাজার আরও ভালো হবে। পাশাপাশি সঞ্চয়পত্র ও ব্যাংকে ডিপোজিট রেখে যে দাম পাবেন তার চেয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেই মুনাফা বেশি পাবেন- এমন প্রত্যাশা নতুন করে বিনিয়োগ করছে বিদেশিরা। ফলে বাজার থেকে আস্থা ও তারল্য সংকট দূর হচ্ছে।

ডিএসইর তথ্যমতে, জুন মাসে বিদেশিদের মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭২ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৯১৯ টাকা। তার মধ্যে বিদেশি ও প্রবাসীরা শেয়ার কিনেছেন ৭শ ৩১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ২৪১ টাকার। আর শেয়ার বিক্রি করেছেন ৩শ ৪১ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৬৭৮ টাকা। অর্থাৎ, বিদেশিরা জুন মাসে নতুন করে ৩শ ৯০ কোটি ৩১ লাখ ২৯ হাজার ৫৬৩ টাকা বিনিয়োগ করেছেন।

অন্যদিকে মে মাসে বিদেশিরা ৮শ ৯৬ কোটি ৯৫ লাখ ১ হাজার টাকার লেনদেন করেন। এর মধ্যে শেয়ার কিনেছেন ৫শ ২৫ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকার এবং শেয়ার বিক্রি করেছেন ৩শ ৭১ কোটি ৬১ লাখ ২ হাজার টাকার।

তার আগের মাস এপ্রিলে ৮শ ৬৭ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়। এর মধ্যে শেয়ার কিনেছিলেন ৪শ ৬৮ কোটি ৮০ লাখ ৬ হাজার টাকার আর শেয়ার বিক্রি করেছিলেন ৩শ ৯৮ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকার। অর্থাৎ, সেই মাসেও নতুন করে বিনিয়োগ হয়েছিলো ৭০ কোটি ২ লাখ ১ হাজার টাকা।

হঠাৎ পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগের কারণ সম্পর্কে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহম‍ান বাংলানিউজকে বলেন, পুঁজিবাজার ভালো হবে, তারল্য বাড়বে এমন প্রত্যাশার পাশাপাশি সঞ্চয়পত্র ও ব্যাংক ডিপোজিটের সুদ হার কম থাকায় বেশি লাভের আশায় পুঁজিবাজারে বিনিয়োগ করছেন।

ডিএসইর পরিচালক ও সাবেক সভাপতি শাকিল রিজভী বাংলানিউজকে বলেন, মার্কেট আন্ডার ভ্যালু থাকলে মনে হলেই বিদেশিরা বিনিয়োগ করেন। আমরা যখন প্যানিক হয়ে শেয়ার বিক্রি করি। তখন বিদেশিরা কম দামে সেই শেয়ারগুলো কেনেন।

বিদেশিরা এখন শেয়ার কিনছেন এটা‘পুঁজিবাজারের জন্য গুড সাইন’ বলেও মনে করে তিনি।

বাংলাদেশ সময়: ০৬৫৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।