ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউএস-বাংলার পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
ইউএস-বাংলার পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা

ঢাকা: রাজধানীর উত্তরায় পূর্বাচল আমেরিকান সিটির তিন দিনব্যাপী ব্যতিক্রমধর্মী একক আবাসন মেলার আয়োজন করেছে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেট। মেলায় বাউন্ডারি ওয়াল সহ আবাসিক/ কর্মাশিয়াল রেডি প্লট এককালীন মূল্য পরিশোধে ২৫ শতাংশ ছাড়ে কেনার সুযোগ থাকছে।

আগামী ১৩-১৫ জুলাই অনুষ্ঠেয় মেলায় বুকিং দিলেই সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ব্যাংককে ৩ দিন ২ রাত থাকার সুবর্ণ সুযোগ রয়েছে।

পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্সের উত্তরা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। আবাসন মেলা কিংবা পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগের নম্বর: ০১৭১৩১৭৩২০৫, ০১৭১৩১৭৫৭৭০।

পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্পের ভবিষ্যৎ সুবিধাসমূহ হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইন্টারন্যাশনাল স্কুল, কনভেনশন সেন্টার, শপিং কমপ্লেক্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড কোয়ার্টার অন্যতম।

ইউএস-বাংলা গ্রুপের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেট। বর্তমানে পূর্বাচল-আমেরিকা সিটি, ইস্ট আমেরিকান সিটি ও হলিডে হোমস্ কুয়াকাটা প্রকল্পগুলো দ্রুততার সাথে এগিয়ে চলেছে।

একটি আধুনিক নগরীর প্রত্যয় নিয়ে ঢাকার অতি সন্নিকটে নতুন ঢাকার পূর্বাচলে গড়ে উঠেছে পূর্বাচল আমেরিকান সিটি। এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, খোলা মাঠসহ সবুজে ঘেরা একটি আধুনিক শহরের রূপ নেবে, যা একটি আধুনিক শহরের দৃষ্টান্ত হয়ে থাকবে। ঢাকার অদূরে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রোডের মধ্যবর্তী স্থানে শহরের কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে ইস্ট আমেরিকান সিটি।

কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যকে আরো বেশি মোহনীয় করে তুলতে ইউএস-বাংলা এসেট, হলিডে হোম কুয়াকাটা নামে প্রকল্প গড়ে তুলেছে। সূর্যোদয় আর সূর্যান্ত দেখার পৃথিবীর অন্যতম লোভনীয় স্থান কুয়াকাটায় সমূদ্র সৈকতের নিকটবর্তী নগরী হলিডে হোম এর কাজ এগিয়ে চলছে দ্রুতলয়ে।

বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকের প্লট হস্তান্তর চলছে। এছাড়া বিভিন্ন ব্লকে আকর্ষণীয় মূল্যে প্রাইম লোকেশনে বিভিন্ন সাইজের কিছু সংখ্যক বাণিজ্যিক ও আবাসিক রেডি প্লট এককালীন মূল্যে ও কিস্তিতে বরাদ্দ চলছে। মূল্য পরিশোধের সাথে সাথেই রেজিস্ট্রেশন ও হস্তান্তরের সুযোগ থাকছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।