ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাজীগঞ্জ পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
হাজীগঞ্জ পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের ৫০ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ৫শ’ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে হাজীগঞ্জ পৌরসভার সভা কক্ষে মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা।

ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯১ লাখ ২৫ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৪ কোটি ২২ লাখ ৬২ হাজার ৫শ' টাকা। ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মেয়র মাহবুব-উল-আলম লিপন নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো এ বাজেট ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।