ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান মুস্তাক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান মুস্তাক 

ঢাকা: সাবেক জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুস্তাক আহমদকে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ নিযোগ দেওয়া হয়।  

এতে বলা হয়েছে, ২ জুলাই থেকে এ মুস্তাক আহমদের নিয়োগ কার্যকর হবে।

ইতোমধ্যে তিনি চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য মুস্তাক আহমদকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে তার বয়স ৬৫ বছর পূর্ণ হলে এই পদ থেকে বিদায় নেবেন তিনি।  

এর আগে সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুস্তাক আহমদ।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।