ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমেছে দেশি মুরগির দাম, পেঁয়াজ-রসুন অপরিবর্তিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
কমেছে দেশি মুরগির দাম, পেঁয়াজ-রসুন অপরিবর্তিত কমেছে দেশি মুরগির দাম, পেঁয়াজ-রসুন অপরিবর্তিত/ছবি: কাশেম হারুন

ঢাকা: রাজধানীর বিভিন্ন বাজারে গরু ও খাসির মাংসের দাম স্থির থাকলেও ঈদের বাজারের তুলনায় দেশি মুরগির দাম কমেছে কেজিতে ৫০ টাকা। তবে গরু এবং খাসির মাংস সিটি করপোরেশন নির্ধারিত দামের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি করা হচ্ছে।

এছাড়া মাছের বাজার স্থিতিশীল থাকলেও সবজির বাজারে কিছুটা কমতি দেখা গেছে। তবে দোকান ভেদে এসব সবজিতে দামের তারতম্য লক্ষ্য করা গেছে।

এতে গোলকধাঁধাঁয় পড়তে হচ্ছে ক্রেতাদের।
 
শুক্রবার (০৭ জুলাই) সকালে নানা পদের সবজিতে ঠাসা রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে, টমেটো দোকান ভেদে প্রতি কেজি ৪০-৬০ টাকা, বেগুন ৩০-৫০ টাকা, শসা ৩০-৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
 
তবে আলু, পেঁয়াজ ও রসুনের দাম প্রায় সব দোকানেই একই রকম দেখা গেছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ২৫, চায়না রসুন ১২০, দেশিটা প্রতি কেজি ১১০, ফুলকপি প্রতি পিস ২০ এবং বাঁধা কপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০-২২ টাকা দরে।
 
বাজার দর/ছবি: কাশেম হারুনএদিকে মাছের বাজারে ২ কেজি ওজনের রুই প্রতিকেজি ৩৫০ টাকা, কেজিওজনের ইলিশ ১৩শ, আধা কেজি থেকে ৬’শ গ্রাম ওজনের ইলিশ প্রতিটি ৫’শ, বড় কই প্রতি কেজি ১৫০ এবং ছোট কই প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা।

এদিকে ব্রয়লার মুরগি ১৫০, দেশি মুরগি ৩৫০, সোনালি মুরগি ২৫০, গরু ৪৮০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৭০০শ টাকা কেজি দরে। তবে সিটি করপোরেশন থেকে প্রতি কেজি গরুর মাংসের দাম ৪৭৫ এবং খাসির মাংসের দাম প্রতি কেজি ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
বাজার দর/ছবি: কাশেম হারুনএবিষয়ে কারওয়ান বাজারের মাংস বিক্রেতা জলিল বাংলানিউজকে বলেন, আমরা দাম একটু বেশি চাইছি। তবে সরকারি দামেই বিক্রি করছি। তবে কোনো কোনো ক্রেতাদের থেকে একটু বেশি নেয়া হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।
 
ক্রেতা ব্যাংক কর্মকর্তা রাশেদ বলেন, দোকান ভেদে কাঁচা তরকারির দামে অনেক পার্থক্য দেখা যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এসআইজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।