ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতের সঙ্গে বাণিজ্য বৈষম্য ক্রমেই বাড়ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
ভারতের সঙ্গে বাণিজ্য বৈষম্য ক্রমেই বাড়ছে হোটেল সোনারগাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৈষম্য ক্রমেই বেড়ে চলেছে জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, যৌথ উদ্যোগে কৃষিভিত্তিক এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার মাধ্যমে বৈষম্য কমানো যেতে পারে। 

শনিবার (৮ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ শিল্প-বণিক সমিতি ( এফবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এর যৌথ উদ্যোগে আয়োজিত এক বাণিজ্য আলোচনায় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বরাবরই ভারতের অনুকূলে রয়েছে।

প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য দিন দিন বাড়ছে। ভারত ২০০১-২ অর্থবছরে বাংলাদেশে ১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছিল। ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে ৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

এছাড়া আরো ৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্য বাংলাদেশে আসছে বলে বাণিজ্য বিশেষজ্ঞরা তথ্য দিয়েছেন।  সে তুলনায় বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ভারতে রপ্তানি মাত্র অর্ধ বিলিয়ন মার্কিন ডলার।

খাদ্য নিরাপত্তায়  বাংলাদেশ এখন বিশ্বে অনুকরণীয় মডেল জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন চাল, মিঠা পানির মাছ এবং ছাগল রপ্তানিতে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।  

সবজি রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় বৃহৎ উৎপাদনকারী দেশ। সম্প্রতি শ্রীলংকায় চাল রপ্তানির মাধ্যমে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান মন্ত্রী।  

ইন্ডিয়ান চেম্বার থেকে আগত ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন,  দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। ভারতের উদ্যোক্তারা চাইলে এই ১০০ টি থেকে বিশেষায়িত  শিল্পাঞ্চল  বরাদ্দ দেয়া হবে। যেখানে ভারতীয় শিল্প উদ্যোক্তারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবে।  

এফবিসিসিআয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের  সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা,  ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এর মহাপরিচালক রাজিব সিং, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।  

এ সময় ইন্ডিয়া থেকে আগত ৫০ জন ব্যবসায়ী এ দেশের ব্যবসায়ীদের সঙ্গে বি টু বি (বিজনেস টু বিজনেস)  বৈঠকে মিলিত হন।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।