ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এয়ার ট্রান্সপোর্ট খাতে রফতানি আয় কমেছে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
এয়ার ট্রান্সপোর্ট খাতে রফতানি আয় কমেছে! হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা: পরিবহন খাতের রফতানি আয় অনেকটা এয়ার ট্রান্সপোর্টের ওপর নির্ভরশীল হলেও ২০১৬-১৭ অর্থ বছরের প্রথম ১০ মাসে এই খাতে রফতানি আয় কমেছে পাঁচ মিলিয়ন ডলার।

বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, ২০১৬-১৭ অর্থ বছরের জুলাই-এপ্রিল মাসে পরিবহন সেবা খাতে রফতানি আয় বাড়লেও এয়ার ট্রান্সপোর্ট খাতে কমে গেছে। ২০১৫-১৬ অর্থ বছরের প্রথম ১০ মাসে এয়ার ট্রান্সপোর্ট খাতে রফতানি আয় হয়েছিলো ১৮৫ মিলিয়ন ডলার যা ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে কমে দাঁড়িয়েছে ১৮০ মিলিয়ন ডলারে।


 
বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ার লাইন্সগুলোকে নানা প্রয়োজনীয় সেবা দিয়ে যে বৈদেশিক মুদ্রা আয় হয় তা রফতানি খাতে যোগ হয় বলে জানা যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে।
 
বেবিচক সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সগুলোর কাছ থেকে গ্রাউন্ড হ্যান্ডেলিং বাবদ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। তাছাড়া জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও সেবাখাতে বৈদেশিক মুদ্রা আয় হয়ে থাকে। অন্যান্য নানা সেবার ক্ষেত্রে এই তিন আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকে কেন্দ্র করে যে বৈদেশিক আয় হয় তা রফতানি খাতে যোগ হয়।
 
এয়ার ট্রান্সপোর্ট খাতে রফতানি আয় কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন খোদ ইপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজয় ভট্টাচার্য।
 
বাংলানিউজকে তিনি বলেন, এয়ার ট্রান্সপোর্ট খাতে রফতানি আগের বছরের তুলনায় কিছুটা কমে যাওয়ার বিষয়টি সত্য। তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা সবাই চেষ্টা করছি পরিবহন সেবাখাতের সব দিকেই রফতানি বাড়াতে। আশা করছি এই খাতেও অন্যান্য খাতের মতো রফতানি আয় বাড়ানো সম্ভব হবে।
 
শুধু যে এয়ার ট্রান্সপোর্ট খাতে রফতানি আগের অর্থ বছরের তুলনায় কমেছে তা নয়। ২০১৬-১৭ অর্থ বছরের প্রথম ১০ মাসে সংশ্লিষ্ট খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভব হয়নি।

ইপিবির প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, সদ্য বিদায়ী অর্থ বছরের জুলাই এপ্রিল মাসে এয়ার ট্রান্সপোর্ট খাতে রফতানির লক্ষ্যমাত্রা ছিলো ১৯১ মিলিয়ন ডলার, যেখানে আয় হয়েছে ১৮০ মিলিয়ন ডলার। জুলাই-এপ্রিল মাসে এয়ার ট্রান্সপোর্ট খাতটি রফতানির লক্ষ্যমাত্রার তুলনায় ৫ দশমিক ৬০ শতাংশ পিছিয়ে রয়েছে।
 
ইপিবির প্রতিবেদন থেকে আরো জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরের জুলাই-এপ্রিল মাসে রফতানি আয়ের ক্ষেত্রে পরিবহন খাতে এয়ার ট্রান্সপোর্ট ছাড়া বাকি তিনটি খাতের রফতানি আয় বাড়লেও একটির অবস্থা রয়েছে অপরিবর্তিত। সমুদ্র পরিবহন, সড়ক পরিবহন ও অন্যান্য পরিবহন সেবাখাতে  রফতানি আয় কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে রেল পরিবহন খাতে। সদ্য বিদায়ী অর্থ বছরটির প্রথম ১০ মাসে পরিবহন খাতে রফতানি আয়ের লক্ষমাত্রা ছিলো ৩৫৩ মিলিয়ন ডলার, যেখানে আয় হয়েছে ৩৫৬ মিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
ইউএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।