ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পদ্মা লাইফের এমডি-চেয়ারম্যানের ‍বিরুদ্ধে চার্জ গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
পদ্মা লাইফের এমডি-চেয়ারম্যানের ‍বিরুদ্ধে চার্জ গঠন

ঢাকা: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানের বিরুদ্ধে ২৮ আগস্ট চার্জ গঠনের দিন ধার্য করেছেন শ্রম আদালত। মৃত শ্রমিকদের বিমা দাবির টাকা আদায়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করা হলো।

সোমবার (জুলাই ১০) শুনানি শেষে প্রথম শ্রম আদালতের বিচারক তাবাসসুম ইসলাম চার্জ গঠন সংক্রান্ত আদেশ দেন। চার্জ গঠনের পরপরই বিমা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্লাহ ও ম‍ুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিনের ‍বিচার শুরু হবে।



গোষ্ঠী বিমার আওতাভুক্ত মৃত শ্রমিকদের বিমার টাকা নিয়ে টালবাহানা করায় বিমা কোম্পানিটির বিরুদ্ধে শ্রম আদালতে ৫টি মামলা করে বিকেএমএইএ সদস্যরা।

অবন্তি কালার টেক্সটাইল লিমিটেডের মালিক এ এইচ আসলাম সানি, এমবি নিট ফ্যাশনের মালিক মোহাম্মদ হাতেম, রূপসী নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরওয়ার্দী, মডেল ডি ক্যাপিট্যাল লিমিটেডের মালিক মাসুদুজ্জামান ও মিনার ইন্ড্রাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ মঞ্জুরুল হক আলাদাভাবে মামলার বাদী।

বিকেএমই’র সদস্যভুক্ত কারখানার শ্রমিকদের বিমা সুবিধা দিতে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে গ্রুপ বিমার চুক্তি করে বিকেএমইএ। কিন্তু শর্ত অনুসারে শ্রমিকদের বিমা দাবির টাকা দিতে টালবাহানা শুরু করে বিমা কোম্পানিটি।

মৃত্যু দাবির টাকার জন্য তারা গত তিন বছর ধরে সরকারের বিভিন্ন সংস্থার দারস্থ হচ্ছেন। তাতে কোনো ফল হয়নি। মামলার আবেদনে বলা হয়, ১৫৫ শ্রমিকের দাবি বাবদ ৩ কোটির বেশি টাকা আত্মসাৎ করার পাঁয়তারা করছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।