ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বন্যাদুর্গতদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
বন্যাদুর্গতদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ

ঢাকা: সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

এ বিষয়ে বুধবার (১২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ সারাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর জন্য অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সামগ্রী সহায়তার পরামর্শ দেওয়া হলো।



ত্রাণ সামগ্রীর মধ্যে খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ, রান্নার হালকা চুলা, সৌর বিদ্যুৎচালিত বাতির কথা উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।