ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোলে বন্দর উন্নয়ন ও রাজস্ব আহরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
বেনাপোলে বন্দর উন্নয়ন ও রাজস্ব আহরণ সভা বেনাপোলে বন্দর উন্নয়ন ও রাজস্ব আহরণ সভা

বেনাপোল (যশোর): দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন ও কাস্টমসের রাজস্ব আহরণের বিষয়ে সর্বস্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে যৌথ মতবিনিময় সভা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১২টায় বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা শুরু হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়েছেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বেনাপোল কাস্টমস কমিশার মো. শওকাত হোসেন, বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আব্দুর রউফ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কর্মাসের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এজেডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।